ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

মাত্র একদিনের ব্যবধানে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের রাজধানী নয়াদিল্লির তাপমাত্রা আরও কমে গেল। রবিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে রাজধানীর সফদারজং এলাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।


সংস্থাটি বলছে, এদিন সকালে সফদারজং এলাকায় তাপমাত্রা ৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।


অবশ্য আবহাওয়া অধিদফতর থেকে আগেই ইঙ্গিত দেওয়া ছিল, রবিবার নাগাদ তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।


এ দিকে তামপাত্রা হ্রাসের পাশাপাশি ভারতের উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকার উপর দিয়ে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলীয় এলাকা ও উত্তর রাজস্থানে শীতের প্রকোপে লোকজন কাবু হয়ে পড়েছেন। ঠাণ্ডা নিবারণে তারা সড়কের পাশে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে রাখছেন।


অপর দিকে আগের দিনের মতো এদিন সকালেও নয়াদিল্লির বায়ুর মানেরও কোনো উন্নতি ঘটেনি। উল্টো আগের দিনের চাইতে বায়ুর মান আরও খারাপ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সূত্র : এনডিটিভি, এএনআই

ads

Our Facebook Page